শেষবার যখন ইতালিয়া কাপের ফাইনালে ওঠে বোলোনিয়া তখন চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু সেই যে ১৯৭৪ সালে ট্রফি জয়ের স্বাদ পেল তা পরবর্তীতে স্পর্শ করা তো দূরে থাক সামনে থেকে দেখারও সুযোগ পায়নি ইতালিয়ান ক্লাব।
অবশেষে সেই অপেক্ষা ফুরিয়েছে। সময়ের হিসেবে যা ৫১ বছর।
দীর্ঘ এত বছরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে কিন্তু তাদের ফাইনালে ওঠার ভাগ্যে হয়নি। এবার সেই সুযোগটা এসেছে ভিনচেনজো ইতালিয়ানোর অধীনে। গত বছর দায়িত্ব নেওয়া ইতালির কোচ গতকাল বোলোনিয়াকে এমন স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছেন এম্পোলির বিপক্ষে জয়ে।
ফাইনালে ওঠার অর্ধেক কাজটা অবশ্য কোপা ইতালির সেমিফাইনালের প্রথমে লেগেই করে রেখেছিল বোলোনিয়া।
প্রতিপক্ষের মাঠ ৩-০ গোলের জয়ে। গতকাল ২-১ ব্যবধানের জয়ে ফাইনালে ওঠার আনন্দটা ঘরের মাঠেই করল তারা। দ্বিতীয় লেগের জয়ের নায়ক জিওভান্নি ফাবিয়ান ও থিজস দালিঙ্গা। প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমান ভিক্টর কোভালেঙ্কো।
আগামী ১৪ মে কোপা ইতালির ফাইনাল হবে এস রোমার মাঠ এস্তাদিও ওলিম্পিকোতে। টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের মঞ্চে বোলোনিয়ার প্রতিপক্ষ এসি মিলান। তারা নগরপ্রতিন্দন্দ্বী ইন্টার মিলাকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। সেমির দুই লেগ মিলিয়ে তাদের জয়ের ব্যবধান ছিল ৪-১। ২২ বছর পর আরেকটি শিরোপা জয়ের লক্ষ্যে নামবে ৫ বারের কোপা ইতালিয়া জয়ীরা।
সর্বশেষ ২০০৩ সালে জিতেছিল মিলান। ২০১৮ সালের ফাইনালে খেললেও জুভেন্টাসের কাছে ৪-০ গোলে হারে। এবার দুইবারের চ্যাম্পিয়ন বোলোনিয়ার বিপক্ষে তাদের কপালে কি অপেক্ষা করছে সেটাই দেখার বিষয়।